কাপ্তাই উপজেলায় নজরুল জয়ন্তী

purabi burmese market

কাপ্তাই উপজেলায় নজরুল জয়ন্তী
দোহ,প্রেম,সাম্য এবং বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং
র‌্যালি অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন আলোচনা সভায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন। বড়ইছড়ি নূরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, ওয়াগ্গা চা বাগানের পরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান,মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, তথ্য কর্মকর্তা মো হারুন, নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় কাজী নজরুলের উপর মূল প্রবন্ধ পাঠ করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী সেহলিনা হাবিব সুধা। আলোচনার শুরুতে স্বাগত ব্ক্তব্য রাখেন কাপ্তাই শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত। ২য় পর্বে রওশন শরীফ তানির সঞ্চালনায় ফনিন্দ্র লাল ত্রিপুরার সংগীত পরিচালনায় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করেন গীতিনৃত্যনাট্য “কারার ঐ লোহ কপাট”।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।