রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীলকে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গণসংবর্ধণা দেওয়া হয়েছে। চন্দ্রঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী পরিবারের পক্ষ থেকে এসময় তাদের গণসংবর্ধণা দেওয়া হয়।
গণসংবর্ধণায় সভাপতিত্ব করেন, চন্দ্রঘোনা ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল বাশার। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার ইসলাম চৌধুরী বেবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. হোসেন।
চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা ১নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ওয়ার্ড আ.লীগের সাবেক সহ-সভাপতি মো. হানিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, চন্দ্রঘোনা কৃষকলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন, সাবেক উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ধনা তনচংগ্যা, আ.লীগের আ.লীগের সাবেক সদস্য আক্তার হোসেন মিলন, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক এম. ইসমাইল ফরিদ, উপজেলা আ.লীগের সাবেক সদস্য নূরুল্লা ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. নূর উদ্দিন সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এআর লিমন, সাবেক সদস্য শিশু মিয়া, আব্দুল ওয়াহেদ, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. রিপন, রহিমা বেগমসহ আরও অনেকে।