করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে উপহারসামগ্রী হিসেবে খাদ্যদ্রব্য বিতরণ করেছে কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার কেপিএম এলাকা, বড়ইছড়ি সদর, শিলছড়ি এলাকা, কাপ্তাই নতুন বাজার সহ বিভিন্ন এলাকার প্রায় ১৩০ টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন । খাদ্যদ্রব্য হিসেবে চাল, ডাল, তেল, পিয়াজ, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য্য, হরিমন্দিরের সভাপতি কেপিএম লিমিটেডের জি এম( এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকার সহ আরো অনেকে ।