পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ব্যুরো,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ন্যাশনাল হাউজ হোল্ড ডাটাবেইজ( এনএইচডি) প্রকল্প এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্থায়ী শুমারি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সরকারি কর্মকর্তা এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৭ নভেম্বর থেকে আদম শুমারী গননার সিদ্বান্ত নেওয়া হয়।