কাপ্তাই এর নতুন বাজারে ভ্রাম্যমান আদালতে ৭৯০০ টাকা জরিমানা
রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৫ জন দোকানদার এবং ২ জন ক্রেতাকে দন্ডবিধি ২৬৯ ধারায় অর্থদন্ড প্রদান করেছেন কাপ্তাই উপজেলা প্রশাসন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল আজ সোমবার (৬ এপ্রিল) কাপ্তাই নতুন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি সেখানে গিয়ে দেখতে পান, নতুন বাজার এলাকার ৫টি দোকান সরকারি নির্দেশ অমান্য করে খোলা রাখা হয়েছে। তৎক্ষনাৎ তিনি উক্ত ৫টি দোকানের মালিক ও ২ জন ক্রেতাকে দন্ডবিধি ২৬৯ ধারায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৭৯০০ টাকা জরিমানা প্রদান করেন।
যার মধ্যে কাপ্তাই নতুন বাজারের মনিহার স্টুডিওকে ৫০০ টাকা, কুমকুম স্টোরকে ২ হাজার টাকা, ঐ দোকানের ২ জন ক্রেতাকে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা, মা বেকারিকে ৩হাজার টাকা, জনতা ইলেক্ট্রনিকসকে ১হাজার ৫০০ টাকা এবং পান দোকানদার ইকবাল হোসেনকে ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।