কাপ্তাই কিশোর কিশোরী ক্লাব স্থাপনের মালামাল প্রদান
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ মঙ্গলবার (১৬ফেব্রুয়ারি) সকাল ১১টায় বড়ইছড়ি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর -কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাবের মালামাল হস্তান্তর করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিমি চাকমার সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
বিশেষ অতিথি ছিলেন, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংঙ্গ্যা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন। বক্তব্য রাখেন,মহিলা বিষয়ক অফিস সুপার ছালে আহমেদ সেলিম। প্রধান অতিথি নির্বাহী অফিসার বলেন,সরকারের লক্ষ্য উদ্দেশ্য হল কিশোর -কিশোরীরা ক্লাবে নাচ,গান,সাংস্কৃতিকসহ সমাজে একজন লিডার হিসাবে তৈরি করা এরা একসময় বাল্য বিবাহ,মাদকের মত বিভিন্ন অপরাধ দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করবে। এসময় ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকগনের উপস্থিতিতে কিশোর, কিশোরীদের ক্লাবের মালামাহ হস্তান্তর করা হয়।