সে স্থানীয় কে.আর.সি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী,তার বাবা মো হানিফ বর্তমানে বেকার আগে সিএনজি চালাতেন,মা গৃহিণী। সে আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে। পরীক্ষার আগ পর্যন্ত তার স্কুলের সব ফি ইউএনও পরিশোধের বিষয়ে পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
সাক্ষাৎ কালে ওই ছাত্রী জানায়, স্থানীয় বাংলাদেশ সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউট এ পড়াশোনা করে সে প্রকৌশলী হতে চায়। তার স্বপ্ন পূরণে ইউএনও পাশে থাকবেন বলে জানান। মো. হানিফের তিন কন্যা। তিনজনই পড়াশোনা করে।প্রথম মেয়ে ডিগ্রী তে, এই মেয়ে মেঝো আর তৃতীয় মেয়ে একই স্কুলে ক্লাস ওয়ানে পড়ে।