কাপ্তাই কেপিএম এর ফ্লোরিং টেংকে বিস্ফোরন : আহত ৫

kpmরাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর ফ্লোরিং টেংকে বিস্ফোরন ঘটে কেপিএম এর কর্মকর্তাসহ ৫জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল তিনটায় কেপিএম এর পুরাতন একটি ফ্লোরিং টেংকে বিস্ফোরন ঘটে এই দূর্ঘটনা ঘটনা ঘটে। এসময় কে পিএম কর্মকর্তা মোস্তাফা কামাল পাশা, শ্রমিক মো: হারুনসহ পাঁচজন আহত হয়। পরে কেপিএমএর কর্মচারীরা মোস্তাফা কামাল পাশা, শ্রমিক মো: হারুনকে আশংখাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কেপিএমএর এক কর্মকর্তা পাহাড়বার্তাকে বলেন, বিষয়টি আনুষ্ঠানিক ভাবে গণমাধ্যমকে পরে জানানো হবে।

আরও পড়ুন