কাপ্তাই চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বেবি নির্বাচিত

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে ভোটারা
রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে ভোটারা
ব্যাপক অনিয়ম, কারচুপি ও জাল ভোটের অভিযোগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী ৬৩৪৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৪৭৩ ভোট। স্বতন্ত্র প্রার্তী ইব্রাহিম হাবিব মিলু পেয়েছেন ১৬৯ ভোট ও ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী পেয়েছেন ৮৩ ভোট।
এদিকে জাল ভোট ও কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকের প্রার্থী জাকির হোসেন। দুপুরে ভোট চলাকালীন তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর আগে সকাল ৮টায় ইউনিয়নের ৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ৯ ওয়ার্ডে মেম্বার পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৪০জন।
উল্লেখ্য, সীমানা জটিলতার কারণে এর আগে নির্ধারিত সময়ে রাঙামাটির চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে আদালত।

আরও পড়ুন