আজ মঙ্গলবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম সমাপ্ত হওয়া ব্রিজটি পরিদর্শন করেন। তিনি এই প্রতিবেদককে জানান, কেপিএম এলাকার কয়লার ডিপু এবং ভিউক্লাব এলাকায় বসবাসকারী জনগন এতোদিন কেআরসি স্কুলের পাশ দিয়ে পুরানো একটা ব্রিজ দিয়ে চলাচল করতো,যার ফলে স্কুলের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটতো,এখন স্কুল থেকে কিছুটা দুরে ব্রিজ নির্মান হওয়ায় স্কুলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে মতামত প্রকাশ করেন।
১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, কেআরসি স্কুল সংলগ্ন ছড়ার উপারে বসবাসরত অধিবাসীরা এই সুফল ভোগ করবেন। তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।