কাপ্তাই ছাত্রলীগের নতুন কমিটির মেয়াদ মাত্র ২ ঘন্টা !

purabi burmese market

রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করার মাত্র ২ ঘন্টার ব্যবধানে রাঙামাটি জেলা ছাত্রলীগের পক্ষ হতে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

গত রবিবার (৮ মে) রাত ১১ টা ৩৩ মিনিটে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা তাঁর ব্যক্তিগত ফেইসবুক আইডি হতে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত এর ঘোষণা দেন।

এই বিষয়ে রাত ১১ টা ৫৮ মিনিটে মুঠোফোনে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নিকট জানতে চাওয়া হলে, তিনি জানান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সুপারিশে আমরা রবিবার (৮ মে) রাতে রফিকুল ইসলাম সুমন কে সভাপতি, মোঃ নিজাম উদ্দিন ফরহাদকে সাধারণ সম্পাদক এবং সাইথোয়াই অং চৌধুরী ও মনবীর তঞ্চঙ্গ্যাকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১ বছরের জন্য কাপ্তাই উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করি। কিন্তু কমিটি ঘোষণার পরক্ষণে আমরা জানতে পারি যে, নতুন কমিটির সভাপতি ও সম্পাদক নিয়মিত ছাত্র না।

তাঁরা বায়োডাটাতে এই বিষয়টি লুকিয়ে ছিল। তাই রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি’র নির্দেশক্রমে আমরা কমিটি স্থগিত ঘোষণা করেছি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।