জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর রহমান জানান, অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারনে লেকে পানির পরিমান বৃদ্ধি পেয়েছে। রুলকার্ভ অনুযায়ী গত শনিবার কাপ্তাই লেকে পানির পরিমান ছিল ১০৫ ফুট মীনস সি লেভেল। এর আগের দিন ছিল ১০৩ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে ১০৯ ফুট মীনস সি লেভেল পানি ধারন ক্ষমতা থাকলেও ১০০ ফুট মীনস সি লেভেল পানি ধরে রাখলে রাঙামাটির বিশাল এলাকা প্লাবিত হওয়ায় কর্তৃপক্ষ লেক থেকে পানি ছেড়ে দেয়।
বর্তমানে কাপ্তাই বিদুৎ কেন্দ্রের ৫ টি ইউনিটের ৩ টি ইউনিট হতে ১৩০ মেগাওয়াট বিদুৎ উৎপাদন হচ্ছে,যা জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে।