কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির দৈঘ্য ৬ ফুট ৩ ইঞ্চি এবং এর ওজন ৫ কেজি।
আজ বুধবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং বন বিভাগের কর্মীরা এটাকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
এর আগে গত মঙ্গলবার রাঙামাটি বনরুপা সমতাঘাট হতে বন বিভাগের বিশেষ টহল বাহিনী সংবাদ পেয়ে জনৈক ব্যক্তির আড়ৎ থেকে সাপটি উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জে অবমুক্ত করার জন্য পাঠান।