কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই রেঞ্জের সংর‌ক্ষিত ব‌নের প্রাকৃতিক পরিবেশে একটি বার্মিজ অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন ৭ কেজি এবং এর আয়তন ৮ ফুট।

NewsDetails_03

আজ রবিবার (১ ডিসেম্বর) বিকেল ৫ টায় কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম ম‌হিউ‌দ্দিন চৌধুরী এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে অবমুক্ত করেন।

এর আগে রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টায় পার্বত‌্য চট্রগ্রাম দ‌ক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এর নির্দেশে রাঙামাটি সদর উপ‌জেলাধীন টিটিসি রোড এলাকা সংলগ্ন একটি বাড়ি হ‌তে স্থানীয় জনগ‌নের সহায়তায় বিশেষ টহল কর্তৃক এই বা‌র্মিজ অজগর স‌াপটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন