সকালে নতুন বাজারে এই কার্যক্রমের উদ্ভোধন করেন কাপ্তাই তথ্যে কর্মকর্তা মোঃ হারুন। এই সময় স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে কার্যক্রমের অংশহিসেবে বিকেলে ওয়াগ্গা ইউনিয়নের মুরালি পাড়া বৌদ্ধবিহার প্রাঙ্গনে সংগীতানুষ্ঠান এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান চিরন্জিত তঞ্চগ্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্ভোধন করেন।
এসময় কাপ্তাই এর তথ্য অফিসার মোঃ হারুন সহ,ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর তথ্য অফিসের শিল্পী রফিক অাশেকী,জ্যাকলিন তঞ্চগ্যা,লিলিচিং মারমা ও অভিরাম দাশের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর অাগে হেডম্যানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তথ্য অফিসের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান।