কাপ্তাই নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীদের পরিচয়পত্র বিতরণ

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীদের পরিচয়পত্র প্রদান
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এসে কেউ যেন দালালের খপ্পরে না পড়ে, উপজেলায় সেবা নিতে আসলে সেবা প্রার্থীগণ যেন সঠিক পরিচয় জেনে সেবা গ্রহণ করতে পারে,সেই উদ্যোশে রাঙামাটির কাপ্তাই নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ৩য় এবং ৪র্থ শ্রেনীর কর্মচারীদের পরিচয়পত্র প্রদান করা হয়েছে। আজ বুধবার কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মচারীদের পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম । এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: নুর, কর্ণফুলি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন