কাপ্তাই ন্যাশনাল পার্কে লক্ষ্মী পেঁচা অবমুক্ত

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাঙামাটির কাপ্তাই বন বিভাগ কর্তৃক বিরল প্রজাতির একটি লক্ষ্মী পেঁচা চন্দ্রঘোনা থেকে উদ্বার করে গত গত সোমবার (২৭ ডিসেম্বর) কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে।

NewsDetails_03

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান, আমরা খবর পাই চন্দ্রঘোনা এলাকার সি এম কাদের বাচ্চুর বাসার পিছনে বন হতে একটি লক্ষ্মী পেঁচা লোকলয়ে চলে আসে এবং লোকজন এটিকে আটক করে। দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামশাহ (ডিএফও)র, নির্দেশ মতে আমরা গিয়ে পেঁচাটিকে উদ্বার করি এবং সোমবার বিকাল সাড়ে ৪টার কাপ্তাই ন্যাশনাল পার্কে এটিকে অবমুক্তি করি।

আরও পড়ুন