কাপ্তাই পরোয়ানাভুক্ত পলাতক আসামী আটক

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে আটক করেছে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে। আটক আসামীর নাম মোঃ আনোয়ার হোসেন। শীঘ্রই তাকে রাঙামাটি জেল হাজতে পাঠানো হবে বলে জানা গেছে।

NewsDetails_03

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেন(৩৬) কে আটক করে। আটক আসামী আনোয়ার হোসেন জিআর মামলা নং-১৫/২০২৩ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। আটক আসামীকে দ্রুত রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হবে বলে থানা সূত্র জানায়।

আরও পড়ুন