কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে সচল ৫টি ইউনিট, বিদ্যুৎ উৎপাদন ২০৬ মেগাওয়াট
গত তিন দিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে পানির উপর নির্ভরশীল রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের( কপাবিকে) ৫ টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চালু হয়েছে। সেই সাথে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে। এতদিন পানির অভাবে কখনো ৩ টি এবং কখনো ৪ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন করা হতো বলে কপাবিকে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়।
আজ শনিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের এর সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, শনিবার (৩ আগস্ট) সকাল ৯ টা পর্যন্ত এই
বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে সর্বমোট ২ শত ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তৎমধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২নং ইউনিটে ৪৬ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৪৫ মেগাওয়াট, ৪নং ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
লেকে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরোও বাড়বে বলে তিনি জানান।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে ৮৯ দশমিক ৬৪ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও শনিবার (৩ আগস্ট) সকাল ৯ টা পর্যন্ত লেকে ৯৪দশমিক ১৪ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই লেকে পানি পরিমাণ বর্তমানে বেশি রয়েছে।
প্রসঙ্গত: কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল) এবং বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে ২৩০ হতে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।