রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের বি এফ আই ডি সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট হতে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১২মার্চ২২ইং) বিকাল সাড়ে চার টার দিকে কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এর নেতৃত্বে পুলিশ সদস্যরা এসে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত মহিলার লাশ টয়লেট হতে উদ্ধার করে।
বিদ্যালয়ের পিয়ন সাদ্দাম জানান,স্কুল শিক্ষার্থীরা বিদ্যালয়ে খেলাধুলা করার সময় হঠাৎ টয়লেটের ভিতর কিছু একটা দেখতে পায়। সাদ্দাম টয়লেট গিয়ে দেখে মুখমন্ডল থেতলে, রক্ত ও মুখ পোড়া এক মহিলার মৃতদেহ পড়ে আছে টয়লেটের ভিতর। উক্ত পিয়ন বিষয়টি প্রধান শিক্ষক ইউসুফ মিয়াকে জানান। প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত হয়ে কাপ্তাই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বিকালে লাশ উদ্ধার করে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান জানান, দেখে মনে হয় এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়। তবে এখনো এই মহিলার নাম পরিচয় পাওয়া যায়নি। মৃত মহিলার শরীরে কাপড় পড়া, কানে দুল, হাতে চুড়ি এবং বোরকা পরিহিত রয়েছে। তবে কিভাবে মারা গেছে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশ। কাপ্তাই থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশটিকে সন্ধ্যায় থানায় নিয়ে গেছেন।