সঠিক ধর্ম চর্চা মানুষকে সৎ পথে চালিত করে এবং সুন্দরের পথ দেখায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসাবে বিশ্বে পরিচিত লাভ করেছে। আজ সোমবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার লগগেইট শ্রীশ্রী জয়কালী মায়ের মন্দিরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী একথা বলেন।
মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত ধর্মসভায় সভাপতিত্ব করেন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমীর প্রসাদ ধর। কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সামসুল ইসলাম আজমীর, মুক্তিযোদ্ধা ননী গোপাল বিশ্বাস, কাপ্তাই সীতাঘাট মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, হাটহাজারী চন্দ্রপুর ওঙ্কার জ্যোতি মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন, কাপ্তাই জয়কালী মন্দির এর পুরোহিত পিন্টু চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন লগগেইট জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি সমলেন্দু বিকাশ দাশ এবং কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ ও লগগেইট জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু ।
এর আগে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।