কাপ্তাই লেকের মাছ বিপণন করায় জরিমানা

purabi burmese market

রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে অবৈধ ভাবে সড়কপথে মাছ পাচারের অভিযোগে কাপ্তাইয়ে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা এবং মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবারের (২০ মে) সকাল ১০ টায় কাপ্তাই ওয়াগ্গা টি এস্টেট সংলগ্ন কাপ্তাই সড়ক চাঁদের গাড়ী করে পাচারের সময় ২০ কেজি শিং মাছসহ এক মৎস্য ব্যবসায়ীকে নৌ পুলিশ এবং কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর কর্মকর্তারা আটক করে। পরে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ৫ ধারায় উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং মামলা দায়ের করেন। এইসময় কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর ব্যবস্থাপক মাসুদ আলম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।