কাপ্তাই লেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

purabi burmese market

রাঙামাটি জেলার কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার হাউজের ইনটেক সংলগ্ন কাপ্তাই লেকে অজ্ঞাত পরিচয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৬ টায় কাপ্তাই লেকে ঐ ব্যক্তির লাশ ভেসে উঠলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে কর্তব্যরত আনসার সদস্যরা কাপ্তাই পুলিশ ফাঁড়ির এবং কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা বিভাগকে খবর দেন। পরে সকাল ৮.৩০ মিনিটে কাপ্তাই পুলিশ ফাঁড়ির আই সি আতাউল হক চৌধুরী এবং ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের সহায়তায় লাশটি কাপ্তাই লেক হতে উদ্ধার করেন।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক( নিরাপত্তা) জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মানসিক ভারসাম্য এই লোকটি কোন এক সময় কাপ্তাই জেটিঘাট এলাকায় লেকে পড়ে যান। পাওয়ার হাউস চালু থাকায় পানির স্রোতের ফলে লাশটি ভাসতে ভাসতে পাওয়ার হাউসের ইনটেক স্হানে চলে আসে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির আই সি আতাউল হক চৌধুরী জানান, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলো। লোকজন তাকে নতুনবাজার এবং জেটিঘাট এলাকায় চলাফেরা করতে দেখতো। কোন একসময় সে কাপ্তাই লেকে পড়ে যায়।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর সহায়তায় স্হানীয় লোকজন অজ্ঞাত এই লাশটিকে কাপ্তাই কবর স্হানে দাফন করেন।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।