কাপ্তাই লেকে কচুরিপানা : নৌ চলাচল বিঘ্নিত

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই লেকের কাপ্তাই জেটিঘাট সংলগ্ন কয়েক কি: মি: এলাকা জুড়ে অস্বাভাবিক ভাবে বেড়েছে কচুরিপানা। ফলে এই নৌ পথে চলাচলকারী ছোট বড় বোট গুলোর স্বাভাবিক গতিপথ বিঘ্ন হচ্ছে বলে জানান এই পথে চলাচলকারী বোট চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় জেটিঘাট এলাকায় গিয়ে দেখা যায় জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেকে কচুরিপানায় ভরে গেছে। গত এক সপ্তাহ হতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে এই কচুরিপানা জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেকে এসেছে বলে জানান কাপ্তাই বোট মালিক সমিতির লাইন ম্যান শীতল মল্লিক। তিনি আরোও জানান, এই কচুরিপানার ফলে ইঞ্জিন চালিত বোট গুলো ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

জানা যায়, কাপ্তাই লেকের কাপ্তাই উপজেলা জেটিঘাট হতে রাঙামাটি সদর, বিলাইছড়ি, ফারুয়া, হরিনছড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন যাত্রীবাহী অসংখ্য ছোট বড় ইঞ্জিন চালিত বোট এই নৌপথে চলাচল করে। এইছাড়া সাপ্তাহিক হাট বাজারে পণ্যবাহী বোটও চলাচল করে এই পথ দিয়ে। এই মৌসুমে অসংখ্য পর্যটক চলাচল করে এই পথে।

NewsDetails_03

স্বাভাবিকভাবে কাপ্তাই জেটিঘাট হতে বিলাইছড়ি পর্যন্ত নৌপথে ইঞ্জিন চালিত বোট দিয়ে যেতে যেখানে গড়ে সময় লাগত এক ঘন্টা থেকে দেড় ঘন্টা । আর সেখানে এখন সময় লাগবে দুই ঘন্টারও অধিক জানান বোট চালক মনোরঞ্জন চাকমা।

কথা হয় জেটিঘাট বোট চালক মো: আবুল কালাম এর সাথে। তিনি বলেন, এই কচুরিপানার জন্য আমরা ঠিক মতো বোট চালাতে পারছি না।

এই রুটে চলাচলকারী যাত্রী বিপ্লব বড়ুয়া ও সুইনু মারমা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কচুরিপানায় চলে আসে। ফলে নৌ চলাচল বিঘ্নিত হয়।

আরও পড়ুন