কাপ্তাই লেকে পানি সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধ্বস

রাঙামাটির কাপ্তাই লেকে পানি স্বল্পতায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে চলে এসেছে। এই বিদ্যুৎ কেন্দ্রের ৫ টি ইউনিট হতে শুধুমাত্র ৪ নং ইউনিট হতে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টায় সরজমিনে কাপ্তাই লেকের পাশে কাপ্তাই স’মিল এলাকায় গিয়ে দেখা গেছে, কাপ্তাই লেকের বিভিন্ন জায়গা বর্তমানে শুকিয়ে আছে। এসব এলাকায় পানির স্থর নীচে নেমে গেছে। লেকে পানি কম থাকার কারণে বিদ্যুৎ উৎপাদনে ধ্বস নেমেছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট পুরোপুরি সচল থাকলেও বর্তমানে শুধু মাত্র একটি ইউনিট চালু রেখে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। পানি পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই কেন্দ্র থেকে ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হতো।

NewsDetails_03

এদিকে বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০ টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যু কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাপ্তাই লেকের পানির স্থর দিন দিন নেমে আসছে। ফলে পানির উপর নির্ভরশীল এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে এদিন সকাল ৯ টা পর্যন্ত শুধুমাত্র ৪ নং ইউনিট হতে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি আরোও বলেন, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এই মুহূর্তে কাপ্তাই লেকে পানি থাকার কথা ৯২ দশমিক ২০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৮৮ দশমিক ৫৪ ফুট এমএসএল। সহসা বৃষ্টি না হলে কাপ্তাই লেকে পানির স্থর আরোও নীচে নেমে গেলে তখন হয়তো ১ টা ইউনিট ও চালু রাখা সম্ভব হবে না।

আরও পড়ুন