কাপ্তাই লেকে ৩ মাস মাছ শিকার নিষিদ্ধ

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই লেকে আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ শিকার ও বাজারজাতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আজ সোমবার (২৬ এপ্রিল) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়। মাছের সুস্থ প্রজনন ও লেকে ভারসাম্য রক্ষার্থে প্রতিবছর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ‌মোঃ মিজানুর রহমান । অন্যদের মধ্যে বিএফডিসির ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, সদর নৌ পুলিশ অফিসার ইনচার্জ মো রাসেল মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ্র, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের গবেষক ড. আজহার আলী প্রমূ্খ উপ‌স্থিত ছি‌লেন।

NewsDetails_03

জেলা প্রশাসক বলেন, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। এসময় কেউ মাছ ধরার চেষ্টা কর‌লে আইনগত ব্যবস্থা গ্রহন করা হ‌বে।

‌তি‌নি আরো ব‌লেন, লেকে ২২ হাজারের বেশি তালিকাভুক্ত মৎস্যজীবী রয়েছেন। তাঁরা শুধু মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। মাছ শিকার বন্ধের সময় মৎস্যজীবীদের খাদ্য সহায়তা দেওয়া হয়।

আরও পড়ুন