আজ মঙ্গলবার রাঙামাটি জেলা দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে কাপ্তাই শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ে চালু করা হলো বিক্রেতা বিহীন সততা ষ্টোর। দুদকের কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা ষ্টোরের উদ্বোধন করেন। এসময় দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মনিরুজ্জামান,দুদক চট্টগ্রামে বিভাগীয় পরিচালক আকতার হোসেন,দুদকের রাঙামাটি জেলার উপ পরিচালক শফিকুর রহমান ভুঁইয়া,কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম,স্কুলের প্রধান শিক্ষক মোঃ হানিফ উপস্থিত ছিলেন। সততা ষ্টোরের বৈশিষ্ট্য হলো এখানে কোন বিক্রতা থাকেনা,শিক্ষার্থীরা নির্ধারিত পণ্য কিনে ক্যাশ বাক্সে টাকা রাখবে এবং পণ্যের গায়ের দাম লেখা থাকবে।