কাপ্তাই শ্রমিক দলের সভাপতি ফয়েজ, সম্পাদক ডালিম
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসাবে মনোনিত হয়েছেন মোঃ ফয়েজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসাবে মনোনিত হয়েছেন আবদুল্লা আল নাহিয়ান ডালিম।

গত সোমবার (১২ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সভাপতি মো.মমতাজ মিয়া ও সাধারন সম্পাদক কবিরুল ইসলাম (কবির) কাপ্তাই উপজেলার বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করেন বলে জানান কাপ্তাই উপজেলার নতুন কমিটির সাধারণ সম্পাদক ডালিম।
আগামী তিন বছরের জন্য কাপ্তাই উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটি দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটিতে, সহ-সভাপতি ৫ জন। তাঁরা হলেন, মো.আয়ুব আলী,মো.বেলায়েত হোসেন,মো.নুরুল ইসলাম,মো.জাকির হোসেন,মো.আবুল হোসেন। এছাড়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আরমান, সাংগঠনিক সম্পাদক মো.হারুন, দপ্তর সম্পাদক মো.আব্দুর রহিম, প্রচার সম্পাদক মো.আকতার, প্রকাশনা সম্পাদক মো.সিরাজ, শিক্ষা বিষয়ক সম্পাদক আল আমিন কাদের চৌধুরীসহ ৭১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।