কাপ্তাই সার্কেলের সিনিয়র এএসপি আসলাম ইকবাল আর নেই

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই সার্কেলের সিনিয়র এএসপি আসলাম ইকবাল (৫৫) আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…রাজিউন)। আজ সকালে হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করায় প্রথমে তাকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করতে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভর্তি হওয়ার জন্য বলেন। তারপর চমেক হাসপাতালেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তাঁর হঠাৎ মৃত্যুতে কাপ্তাইয়ে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক, সামাজিক, সাংগঠনিক নেতাকর্মী সহ প্রশাসনিক কর্মকর্তা কর্মচারিরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি অতন্ত ভালো মনের একজন মানুষ, অমায়িক ভদ্রজন। তার মৃত্যুর খবর শুনে অনেকে শোক প্রকাশ করেন।
কাপ্তাই সার্কেলের সিনিয়র এএসপি আসলাম ইকবাল কাপ্তাইয়ে প্রায় সাড়ে তিন বছর যাবত সুনাম ও সততার সঙ্গে চাকরি করেছেন। তিনি শেরপুর জেলার নলিতাবাড়ি থানার আমবাড়ি গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। মৃত্যুর আগে তিনি ২ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যায়।
এদিকে আজ শনিবার জোহরের নামাযের পর চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন এলাকায় তার জানাযার নামায অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন