রাঙামাটি জেলা সদর থেকে লংগদু উপজেলায় ফেরার পথে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে ।
আজ সোমবার বিকেল ৪টার দিকে কাট্টলিবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম মোঃ রুবেল। সে লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের গাউচপুর ফরেস্ট টিলা এলার মৃত নুরনবীর ছেলে। তার মৃগী রোগ রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুবেল তার নিজের ইঞ্জিন চালিত বোট চালিয়ে নৌ-পথে রাঙামাটি সদর থেকে লংগদুতে অাসার পথে কাট্টলীবিল সংলগ্ন জোড়াটিলা এলাকায় হঠাৎ কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায়। তার সাথে থাকা একজন যাত্রী তাকে উদ্ধারের চেষ্টা করার আগেই সে হ্রদের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ও আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে আশেপাশের অনেক খোঁজা খুঁজি করেও তার হদিশ পায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত খোজাখুজি অব্যাহত রেখেছে রুবেলের স্বজনরা। তবে এ বিষয়ে লংগদু থানা পুলিশ অবগত নন বলে জানিয়েছেন ।