কাপ্তাই হ্রদে কচুরিপানায় নৌ চলাচল ব্যাহত : সীমাহীন দুর্ভোগ

দুর থেকে দেখে মনে হয় বিশাল সবুজের মাঠ। মাঠে দূর্বাঘাস। আর সেই মাঠে চড়ে বেড়াচ্ছে নানা রকম পশু পাখি। এই দৃশ্য এখন দেখা মিলে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক কাপ্তাই লেকে।

রাঙামাটির কাপ্তাই লেকের কাপ্তাই উপজেলার জেটিঘাট, শহীদ শামসুদ্দিন ঘাঁট, বিলাইছড়ির কেংড়াছড়ি, বিলাইছড়ি সহ লেকের অনেক স্থানে তীব্র কচুরিপানার যানজটে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। সীমাহীন দুর্ভোগে পড়ছে কাপ্তাই লেকের আশেপাশে বসবাসকারী শিক্ষার্থী এবং পরীক্ষার্থীরা। বিশেষ করে রবিবার হতে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থী এবং চলমান এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীরা সময়মতো আসতে পারছে না পরীক্ষা কেন্দ্রে।

পরীক্ষার্থী আনন্দ তনচংগ্যা, সুবির চাকমা, মিনতি চাকমা এই প্রতিবেদককে জানান,
প্রতি বছরের ন্যায় এবারও কাপ্তাই হ্রদে ধেয়ে এসেছে কচুরিপানার। মাত্র তিন মিনিটের গন্তব্য জায়গা পৌঁছাতে সময় লাগছে তিন ঘন্টা। আবার মাঝপথে ইঞ্জিন চালিত বোট বা লঞ্চের তেল ফুরিয়ে বিপাকে পড়ছি আমরা।

নৌযান চালক শাহআলম, দুলাল জানান, কচুরিপানা যানজট পাড়ি দিতে গিয়ে ইঞ্জিনের পাখা ভেঙ্গে সীমাহীন দুর্ভোগে ভুগতে হচ্ছে আমাদের। গত এক সপ্তাহ যাবৎ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকা হতে কচুরিপানা আপস্টিম জেটিগেটে এসে জড়ো হচ্ছে । যার ফলে আইল্যান্ড এলাকা হতে জেটিঘাট ২থেকে ৩মিনিটের জায়গায় পৌঁছাতে নৌযানের সময় লাগছে ২ থেকে ৩ ঘন্টা।

NewsDetails_03

৪ নং কাপ্তাই ইউনিয়ন এর হরিণছড়ার ইউপি সদস্য অংসাচিং মারমা, নবীন কুমার তনচংঙ্গ্যা ও জেলে পাড়ার উজ্জল দাশ জানান, কচুরিপানার তীব্র যানজটের ফলে পরীক্ষার্থীদের নিয়ে সঠিক সময় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সামনে এ কচুরিপানা অপসারণ করা না হলে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়বে। অভিভাবকরা এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন।

কাপ্তাই মাছ ব্যবসায়ী দিদারুল আলম জানান, কচুরিপানার তীব্র যানজটের ফলে তাদের মাছ সঠিক সময় কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে পৌঁছাতে না পারায় মাছ পঁচে লাখ লাখ টাকা গচ্চা যাচ্ছে।

কাপ্তাই মৎস্য উপকেন্দ্রের শাখা ব্যবস্থাপক মাসুদ আলম জানান, মাছ পচনশীল, তা বিভিন্ন উপজেলা হতে সঠিক সময়ে পৌঁছাতে না পারায় ব্যবসায়ী এবং সরকারের ব্যাপক ক্ষতি হচ্ছে।

৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এই প্রতিনিধিকে জানান, কচুরিপানা এখন জাতীয় সমস্যার মত দেখা দিয়েছে। প্রতি বছর এ সময় কচুরিপানা যানজট লেগেই থাকে। যার ফলে ব্যবসা সহ সব কিছুতেই ধ্বস নামে।

আরও পড়ুন