কাপ্তাই হ্রদে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে ডুবে যাওয়া স্কুলছাত্র দীপেন চাকমার (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে জেলা শহরের রাজবাড়ি ঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী জানান, গতকাল বুধবার দুপুরে দীপেন চাকমা বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে হ্রদের পানিতে তলিয়ে যায়। রাত পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন দুপুরে অভিযান চালিয়ে রাজবাড়ি ঘাট এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দীপেন চাকমা রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। তার বাড়ি শহরের চক্রপাড়া এলাকায়।
রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রীষ্মকালে রাজবাড়ি ঘাট এলাকায় প্রায়ই কিশোরদের সাঁতার কাটতে দেখা যায়। তবে হ্রদের গভীরতা ও জলস্রোতের কারণে এটি বিপজ্জনক এলাকা হিসেবে বিবেচিত।