কাপ্তাই হ্রদে পোনা অবমুক্তকরণ কর্মসু‌চির উদ্বোধন

purabi burmese market

রাঙামাটির কাপ্তাই হ্রদে মা‌ছের উৎপাদন বৃ‌দ্ধি, প্রানীজ আ‌মি‌ষের চা‌হিদা পুরণ, কর্মসংস্থান সৃ‌ষ্টি ও মৎসজী‌বি‌দের জীবনমান উন্নয়‌নের ল‌ক্ষ্যে ৭০ মে.টন মাছের পোনা অবমুক্তকরণ কর্মসু‌চির উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি ফিসারী ঘাটে আ‌য়ো‌জিত আ‌লোচনা সভা শে‌ষে হ্রদের পা‌নি‌তে পোনা অবমুক্ত ক‌রেন প্রধান অ‌তি‌থি খাদ্য মন্ত্রণালয় সম্প‌র্কিত স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি দীপংকর তালুকদার এম‌পি।

আ‌লোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদের সভাপতিত্বে বক্তব্য রা‌খেন বিএফডিসি’র চেয়ারম্যান কাজী আশরাফ উদ্দিন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ইয়াহিয়া মাহমুদ, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ.ফ.ম নাহিদ উদ্দিন. অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু, মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া ও মৎস্যজী‌বি শহর আলী।

এসময় বক্তারা ব‌লেন, কাপ্তাই হ্রদ জাতীয় সম্পদ। এই হ্রদ‌কে ঘি‌রে পাহা‌ড়ের মানু‌ষের জী‌বিকা নির্ভরশীল। তাই কাপ্তাই হ্রদকে রক্ষা কর‌তে হ‌লে সবাইকে সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দি‌তে হ‌বে। বন্ধ মৌসু‌মে মাছ ধরা বন্ধ রাখার আহবান জা‌নি‌য়ে বক্তারা ব‌লেন, জাতীয় অর্থনী‌তি‌তে গুরুত্বপুর্ণ ভু‌মিকা রাখা কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ‌কে রক্ষা কর‌ার দা‌য়িত্ব আমা‌দের সক‌লের।

বিএফ‌ডি‌সি রাঙামা‌টির ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভুঁইয়া জা‌নি‌য়ে‌ছেন, চল‌তি বছর কাপ্তাই হ্রদে ৭০ মেঃ টন কার্প জাতীয় মা‌ছের পোনা অবমুক্ত করা হ‌বে।

dhaka tribune ad2

প‌রে জেলেদের মাঝে ভি‌জিএফ এর চাল বিতরণ করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।