সকাল ৭টায় রাঙ্গামাটি শহরের রাজবাড়ী ঘাটে চাকমা জনগোষ্ঠীর ফুলবিজুতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। এতে চাকমা তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন।
অন্যদিকে, সকাল ৮টায় রাঙ্গামাটি শহরের গর্জনতলি এলাকায় ত্রিপুরা জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন ‘হারি বৈসুক’-এ। তাঁরাও একইভাবে পানিতে ফুল ভাসিয়ে, ঐতিহ্যবাহী গড়াইয়া নৃত্য পরিবেশন করে, বয়স্কদের স্নান ও বস্ত্র দানের মাধ্যমে পালন করেন দিনটি। জেলা জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এতে প্রধান অতিথি ছিলেন। এসময় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদ স্মৃতি বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
শনিবার চাকমাদের মূল বিজু, ত্রিপুরাদের ‘বুইসুকমা’ পালিত হবে। ১৫ এপ্রিল মারমা জনগোষ্ঠীর ‘সাংগ্রাই’ উৎসবের মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের বর্ষবরণ ও বিদায়ের উৎসব বৈসাবি।