কাপ্তাই হ্রদে বর্ণিল নৌকা বাইচ

purabi burmese market

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আজ সোমবার রাঙ্গামাটিতে বর্ণিল আয়োজনে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ অনুষ্টিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় বেলা ২টায় কাপ্তাই হ্রদের বন্দুকভাঙ্গা-শহীদ মিনার অংশে এ নৌকা বাইচ শুরু হয়। বাইচ উপলক্ষে এলাকা জুড়ে উৎসবের আমেজ ছিল। শহীদ মিনার এলাকা সাজানো হয়েছিল বর্ণিল সাজে। নানা জাত, ধর্ম ও বর্র্ণের লোকজন নৌকা উপভোগ করতে জড়ো হয় অনুষ্ঠানস্থলে।

বাইচ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি নৌকা বাইচ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুুছা মাতব্বর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম বক্তব্য রাখেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় ১ম পুরস্কার ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে। বাইচের চারটি বিভাগে মোট ১৫টি দল অংশ নিয়েছে।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।