রাঙামাটি শহরের রিজার্ভ বাজার জুলিক্যা পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ জুন) সকালে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মৃত যুবকের নাম ইমন চাকমা ওরফে জীবন। সে শহরের বনরুপা সমতাঘাটে শ্রমিকের কাজ করতো।
স্থানীয়রা জানান, সমতাঘাট থেকে সকালে তিনি রিজার্ভবাজার এলাকায় আসেন। কিন্তু সকাল নয়টার দিকে নৌকার ওপরে ডান পা আর শরীর পানিতে ডুবন্ত অবস্থায় ইমনকে দেখা যায়। পরনে লাল রঙের টিশার্ট আর জিন্সের প্যান্ট পরা। পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের সদস্য বিমলেন্দু চাকমা ও নব রঞ্জন চাকমা নিহত যুবকের লাশ সনাক্ত করেছেন।
বন্দুকভাঙ্গা ইউপি সদস্য নমরঞ্জন চাকমা জানান, মৃত ইমন চাকমা মৃগীরোগে আক্রান্ত ছিল। হয়তো নৌকা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।