রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানিতে ভাসতে থাকা অজ্ঞাতনামা পাহাড়ি যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। আজ সোমবার হ্রদের বালুখালী ইউনিয়নের মধ্যমপাড়া এলাকায় পানিতে উক্ত যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা কোতয়ালী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বলে জানিয়েছেন কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই লিমন বোষ।
তিনি জানান, আনুমানিক ২৫ বছর বয়সী উক্ত যুবকের দেহের অর্ধেকাংশ পচে গলে গেছে। তাই ভালোভাবে শনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।