রাঙামাটি শহরের এক নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে যুবকটিকে পানিতে ভাসতে দেখে পুলিশকে জানায়,পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, তিনি সদর উপজেলার কোন ইউনিয়নের বাসিন্দা হবে। স্থানীয়রা জানান,তিনি তার কাঠের তৈরি নৌকাটি বিক্রি করার জন্য এসেছিলেন। নৌকার পাঠাততনে তার এক পা আটকে যাওয়ায় নৌকা থেকে পড়ে শরীরের সিংহভাগ পানিতে ডুবে যায়, এতেই তার মৃত্যু ঘটেছে। তবে লাশের পরিচয় জানা যায়নি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি জানান, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।