কাপ্তাই ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি ও যুবদলের ৩ নেতা বহিস্কার

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ পরবর্তী সময় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সাথে অশোভন আচরন, পেশি শক্তি প্রদর্শন করে বিশৃংখলা সৃষ্টি, নেতৃবৃন্দকে শারীরিকভাবে নির্যাতন করে আহত করা, হিংসার্থক ও সন্ত্রাসী কর্মকান্ড এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের করে সংগঠন বিরোধী সুস্পস্ট কর্মকান্ড করার অভিযোগে চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, সদস্য মোঃ দুলাল, এবং ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক শেখ আবদুল্লাহ (শেকু) কে সদস্য পদসহ, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের পদ-পদবী থেকে বহিস্কার করা হয়েছে।

NewsDetails_03

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন সাক্ষরিত উপজেলা বিএনপির দলীয় প্যাডে এই তথ্য জানা যায়।

বহিস্কৃতদের ব্যক্তিদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে যোগাযোগ না রাখার জন্য বলা হয়েছে। এই বহিস্কারাদেশ গত ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ ও সাধারন সম্পাদক ইয়াসিন মামুন এই বহিস্কারাদেশ অনুমোদন করেছেন মর্মে কাপ্তাই উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন