কারাতে ইভেন্টে ৮টি জেলার খেলোয়াড়রা অংশ নিচ্ছে বান্দরবানে

NewsDetails_01

শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩ এর কারাতের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের আন্ত:জেলার খেলা এবার বান্দরবান পার্বত্য জেলায় অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) বাংলাদেশ অলম্পিক এসোসিয়শনের আয়োজনে এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বান্দরবান সদরের হিলভিউ কনভেনশন সেন্টারে এ খেলা অনুষ্ঠিত হবে।

NewsDetails_03

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং শেখ কামাল ২য় যুব গেমস-২০২৩ এর চট্টগ্রাম বিভাগীয় কারাতে ইভেন্টের প্রধান সমন্বয়ক ক্য শৈ হ্লা বলেন, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ চট্টগ্রাম বিভাগের ৮টি জেলার প্রায় ১৬৪জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আয়োজকরা জানান, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. মো. আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মো. আলমগীর, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সহ সভাপতি মো. শাহাজাদা আলম এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি মো: ইকবাল হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন