কারাতে খেলোয়াড় শাহীন আলমের মৃত্যুতে কারাতে ফেডারেশনের সেক্রেটারি ক্যশৈহ্লার শোকবার্তা

purabi burmese market

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের এক সময়ের সিনিয়র খেলোয়াড় শাহীন আলমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ।

এক শোক বার্তায় ক্যশৈহ্লা বলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সিনিয়র খেলোয়াড় ছিলেন। খেলোয়াড় হিসেবেও দেশে তার নাম ছিল । তিনি একাধারে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ।

তার প্রয়াণে আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শাহীন আলম সোমবার রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফসাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।