পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল বুধবার ঢাকাস্থ ১১২ বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁ রোড)-এর হোটেল সুন্দরবন এ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। এছাড়াও সংবাদ সম্মেলনে কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম-এর সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আইইডি নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী রূপম, এ্যাড. নীলুফার বানু প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা এর সত্যতা নিশ্চিত করেন।