কাল থানচি যাচ্ছেন বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি শুক্রবার একদিনের সফরে বান্দরবানের থানচি উপজেলায় যাচ্ছেন। শুক্রবার সকাল ১০ টায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর থানচি উপজেলার বলিপাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত হাইল মারা পাড়া বৌদ্ধ বিহার ভবনের নব নির্মিত দ্বীতল ভবন এর শুভ উদ্ভোধন করবেন।
বিকালে হাইল মারা পাড়া করুনা শিশু সদন মাঠে জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। কর্মসূচী মধ্যে প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসককে সর্ন্বধনা ক্রেষ্ট উপহার, ধর্ম দেশনা, এতে ধর্ম গুরু বাঙ্গাহালিয়া অনাথ পিতা ভান্তে উপস্থিত থাকা কথা রয়েছে।

আরও পড়ুন