কাল বাঘাইছড়ির ঘটনাস্থল পরিদর্শন করবেন জাতীয় মানবাধিকার কমিশন

NewsDetails_01

রাঙামাটির বাঘাইছড়ি হত্যাকান্ডের চারদিনের মাথায় জাতীয় মানবাধিকার কমিশন দুই সদস্য বিশিষ্ট একটি তথ্যনুসন্ধান কমিটি গঠন করেন। মানবাধিকার কমিশনের পরিচালক(অভিযোগ ও তদন্ত) আল মাহমুদ ফায়জুল কবীরকে আহবায়ক এবং সহকারী পরিচালক (আইন) মো: শাহ পরানকে সদস্য সচিব করে দুই সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ১৮ মার্চ রাতে রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে ৭ জন নিহতের ঘটনায় কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নির্দেশে গঠিত কমিটি আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চট্টগ্রাম সিএমএইচএ আহতদের সাথে সাক্ষাৎ করবেন এবং শুক্রবার দুপুর ১২ টায় বাঘাইছড়ি পুলিশ ষ্টেশন ও হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শনপুর্বক তথ্য সংগ্রহ করবেন। গঠিত কমিটি ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

আরও পড়ুন