কাল রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক অবরোধ

NewsDetails_01

%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিলসহ রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে কাল রোববার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক পথ অবরোধ কর্মসূচি পালন করবে ৫ বাঙালী সংগঠন। গত ৩০ অক্টোবর রবিবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সড়ক পথ অবরোধ (অভ্যন্তরীন ও দুরপাল্লার) পালন হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পার্বত্য গণ পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার।
প্রসঙ্গত, কাল রবিবার রাঙামাটি সার্কিট হাউজে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা অনুষ্ঠিত হবে। পার্বত্য ভূমি কমিশনের সচিব রেজাউল করিম স্বাক্ষরিত সভার নোটিশে জানানো হয় সকাল সাড়ে ১০টায় রাঙামাটি সার্কিট হাউজে কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সভায় কমিশনের সকল সদস্যগনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন