কাল রাঙামাটি যাচ্ছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

purabi burmese market

আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
টানা দুদিনের প্রবল বর্ষনে রাঙামাটি পার্বত্য জেলায় ব্যাপক পাহাড় ধসে ২ সেনা কর্মকর্তাসহ ৭৫ জন মানুষ নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে বেশ কয়েক জন, আহত হয়েছে প্রায় শতাধিক। আর এই ঘটনার পর নিহতের পরিবারের পাশে থাকতে কাল বুধবার সকালে রাঙামাটি সফরে যাচ্ছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী জানান, বুধবার সকাল ১০টার দিকে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রাঙামাটিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থ পরিবারদের ত্রাণ সহায়তা প্রদান করবেন। বর্তমানে জেলা শহরে ১০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৮ শতাধিক ক্ষতিগ্রস্থ আশ্রয় নিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার সরবরাহ হচ্ছে।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আরও পড়ুন
2 মন্তব্য
  1. U Hla Hai বলেছেন

    জয় বাংলা proud of us

  2. MD Abu Kayes বলেছেন

    জয় হোক আওয়ামী পরিবারের।
    জয়তু শেখ হাসিনা।।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।