পাহাড়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড় বার্তা’র ২য় বর্ষপুর্তি কাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাঙ্গামাটিতে উদযাপিত হবে। এ উপলক্ষে অনুষ্ঠান মালায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কাল সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি ও পরবর্তীতে জেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হবে।

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আলোচনা সভায় প্রধান অতিথি থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়াও অন্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিনসহ মিডিয়া ব্যক্তিত্ব,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, সাংবাদিক সাদেক হোসেন চৌধুরী সম্পাদনায় ২০১৭ সালে ১১ আগস্ট পাহাড় বার্তার শুভ উদ্ভোধনের মাধ্যমে তিন পার্বত্য জেলার জনগণের ভালোবাসায় অল্প সময়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে পরিণত হয়েছে।