বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সরকারী সফরে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন,আগামী কাল শুক্রবার (১৪ আগস্ট ) রোয়াংছড়িতে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আসছেন।
তিনি আরো বলেন, রোয়াংছড়ি প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যৌথভাবে উপজেলা পরিষদের চত্বরে বঙ্গবন্ধু শতবর্ষে উপলক্ষে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিটি শুভ উদ্বোধন করবেন তিনি।
এদিকে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের সফর উপলক্ষে উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।