এই অনুষ্ঠানে মধ্যে দিয়ে ধর্ম প্রাণ দায়ক দায়িকাদের সাথে পিন্ড দান,ভিন্ন ফলের দান,চীবর দান ও পঞ্চলীল গ্রহণ সহ কৌশল কর্ম সম্পাদন করবেন। কঠিন চীবর উদযাপনে আহবায়ক কমিটি মংহাইনু মারমা বলেন, আজ ২২ নভেম্বর সারা দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান উদযাপন অনুষ্ঠিত হবে। বৌদ্ধ সম্প্রদায়ের সর্ব শেষ কঠিন চীবর অনুষ্ঠান হচ্ছে এ রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনী জেতবন বিহারে।
এসময় অনুষ্ঠানে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনী জেতবন বিহারে অধ্যক্ষ ও সংঘরাজ ভদন্ত উ. ইউ চারিন্দা মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।