কাল শুরু হচ্ছে বান্দরবান বিতর্ক উৎসব

NewsDetails_01

“যুক্তির আলোয় শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক” এই স্লোগানকে সমানে রেখে- জোরের যুক্তি নয়, যুক্তির জোরই পারে সমাজে মুক্তবুদ্ধির ও গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাতে। তাই তরুণ প্রাণে যুক্তির আলো জ্বালবার প্রয়াসে বান্দরবানে কাল রোববার থেকে শুরু হচ্ছে বান্দরবান বিতর্ক উৎসব।
বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ এর আয়োজনে রোববার সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ এর সভাপতি আহসানুল আলম রুমুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বান্দরবানের পৌর মেয়র ইসলাম বেবী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর। ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ এর উপদেষ্টা শামসুল ইসলাম ও তৌহিদুর রহমান চৌধুরী।
উক্ত প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে অংশগ্রহন করছে, বান্দরবান সরকারী কলেজ, ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল ও কলেজ। সরকারি মহিলা কলেজ এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
অন্যদিকে জুনিয়র গ্রুপে অংশগ্রহন করছে, সরকারি উচ্চ বিদ্যালয়, রেইছা উচ্চ বিদ্যালয়, ডনবস্কো উচ্চ বিদ্যালয়, কারিগরী প্রশিক্ষন কেন্দ্র, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সাঙ্গু উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইনস স্কুল, বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ, আল ফারুক ইনিস্টিটিউট, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়, লামা সরকারি উচ্চ বিদ্যালয়, আজিজ নগর চাম্বি উচ্চ বিদ্যালয়। সিনিয়র গ্রুপে ৪টি দল ও জুনিয়র গ্রুপে ১৩টি দল অংশ গ্রহন করছে।
এই ব্যাপারে ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ এর সাধারণ সম্পাদক এন এ জাকির পাহাড়বার্তাকে বলেন, বান্দরবান বিতর্ক উৎসব আয়োজনের সব ধরণের প্রস্তুতি শেষ করা হয়েছে, আশাকরি আমরা শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাবো।
ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ এর সূত্রে জানা গেছে, আগামী ১২ এপ্রিল ক্ষুদ্র নৃ গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটে উক্ত বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রসঙ্গত, ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ এর আয়োজনে অনুষ্ঠিতব্য বান্দরবান বিতর্ক উৎসবে মিডিয়া পার্টনার হিসাবে আছে পাহাড়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা, চ্যানেল নাইন ও দৈনিক মানবজমিন।

আরও পড়ুন